Advertisement

কলকাতা

Joka-Taratala Metro Route: বছরশেষেই জোকা-তারাতলা মেট্রো, প্রস্তুতি কেমন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2022,
  • Updated 1:00 PM IST
  • 1/7

ডিসেম্বরের শেষেই শুরু হতে পারে জোকা থেকে তারাতলার মেট্রোরুট (Joka-Taratala)। ‘ওয়ান লাইন ওয়ান মেট্রো সার্ভিস’-এ এই রুটে মেট্রো পরিষেবা (Metro Service) চালু হতে পারে।

  • 2/7

মেট্রো রেল সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার, ১০ নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা-তারাতলা মেট্রো পথ পরিদর্শন করবেন। সেফটি কমিশনারের অনুমতি মিললেই শুরু হয়ে যাবে এই রুটের মেট্রো যাত্রা।

  • 3/7

আপাতত মেট্রোর নন এসি আটটি কোচ দিয়ে মহড়া দৌড় চলছে। শেষ হয়েছে রেক রক্ষণাবেক্ষণের জন্য কারশেডের একাংশের কাজ।

  • 4/7

গত ১৬ সেপ্টেম্বর জোকা থেকে তারাতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা বেগে মেট্রো চালানো হয়েছিল। আড়াই মাসে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলেছে।

  • 5/7

ক'টি রুট? জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা , বেহালা বাজার এবং তারাতলা। এই ছয়টি রুটে চলবে মেট্রো। যাত্রায় সময় লাগবে ১৮-২০ মিনিট মতো।

  • 6/7

মেট্রো রেল সূত্রে খবর, প্রতিদিন সকালে রেকের বিভিন্ন যন্ত্রাংশ এবং লাইন পরীক্ষা করা হচ্ছে। 

  • 7/7

জমি-জটের কারণে দীর্ঘ কয়েক বছর থমকে ছিল এই প্রকল্পের কাজ। অবশেষে কবে এই রুটে যাত্রী পরিষেবা শুরু হবে, তা নিয়ে অপেক্ষায় যাত্রীরা।

Advertisement
Advertisement