Advertisement

কলকাতা

Kali Puja 2024: দক্ষিণেশ্বর, তারাপীঠ থেকে বড়মা, কালীপুজোর রাতে কেমন রূপ? রইল সব ছবি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2024,
  • Updated 11:11 AM IST
  • 1/6

দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, লেক কালীবাড়ি, তারাপীঠ, বড় মা, কালীঘাট, কঙ্কালীতলা, ফিরিঙ্গি কালী বাড়ি থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন হয়। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এগুলি। যে কোনও অমাবস্যা তিথিতে এই মন্দিরগুলিতে ভিড় উপচে পড়ে।

  • 2/6

মা ভবতারিণীর পুজোয় সেজে ওঠে দক্ষিণেশ্বর। সোনার গয়না, মুকুট, বেনরসীতে মায়ের অনন্য রূপ। সন্ধে থেকে অমাবস্যার তিথিতে হয় মায়ের আরাধনা। রাতভর লাইনে দাঁড়িয়ে পুজো দেন ভক্তরা।

  • 3/6

দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর ঢাকুরিয়া লেকের উলটো দিকে, সাদার্ন অ্যাভিনিউতে লেক কালীবাড়ির মন্দির। এখানেও দুপুর থেকে ভক্তদের ভিড় উপচে পড়ে।

  • 4/6

সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত বীরভূমের তারাপীঠ। এদিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।  রাত ৮টায় তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়। কালীপুজোর বিশেষ লগ্নে দুইবার মায়ের অন্ন ভোগ নিবেদন করা হয়।

  • 5/6

প্রায় ১০০ ভরি সোনা ও রুপোয় সেজে ওঠেন বড় মা। পুজো উপলক্ষ্যে নিরাপত্তার এলাহি ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। কালীপুজোর দিনে নৈহাটির বড়মা'কে দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত। 

  • 6/6

অমাবস্যার তিথিতে ঠনঠনিয়া, কালীঘাটেও সকাল ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়া, মন্দিরে মন্দিরে বিশেষ ভোগের ব্য়বস্থা ছিল। রাতভর চলে কালী মায়ের আরাধানা। সঙ্গে ভক্ত সমাগমও। 

Advertisement
Advertisement