
গভীর নিম্নচাপের ফলে রাতভর অতিবৃষ্টিতে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিস্তীর্ণ এলাকা।
বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। বেহালা থেকে শুরু করে আলিপুর পর্যন্ত কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল।
এর জন্য সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে।
রাস্তায় যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে, বিশেষ করে ছোট গাড়ির ভেতর জল ঢুকে যাচ্ছে, তারপরে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে আম জনতাকে।
 এরমধ্যেই বাধ্য হয়েই  কাজে বেরতে হচ্ছে  সাধারণ মানুষকে।
  
কলকাতা উত্তরের চিত্রটা আরো ভয়াবহ। মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউতে এই মুহূর্তে হাঁটুর উপর জল। যার ফলে রাস্তার ধারে ছোট ছোট খানাখন্দ থাকায় সাধারণ মানুষ প্রাণের ঝুঁকি নিয়েই প্রায় চলাচল করছে।
  
আমহাস্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, হাতিবাগান ঠনঠনিয়া কালিবাড়ি, কলেজস্ট্রিট চত্বরে বরাবরই জল জমে, এবারও তার ব্যতিক্রম নয়নি।
আবহাওয়া দফতর  জানিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।  
  
এদিকে  বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে,  তার ফলে অসুবিধা আরো বেড়েছে।
  
আবহাওয়া দফতরের  খবর অনুযায়ী, এই দুর্যোগ আরো তিন-চার ঘণ্টা চলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। 
  
আবহাওয়া দফতর জানিয়েছে এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। 
  
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ধীরে ধীরে নিম্নচাপ সরে যাবে এবং আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।