মধ্য এবং দক্ষিণ কলকাতায় জমা জলের সমস্যা অনেকদিনের। এ বার এই সমস্যা মেটাতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। সমস্যার সমাধানে নতুন দু’টি পাম্পিং স্টেশন তৈরি করার পরিকল্পনা করা হয়েছে।
নতুন দু’টি পাম্পিং স্টেশনের একটি হচ্ছে মধ্য কলকাতায় মার্কাস স্কোয়ারে, অন্যটি যাদবপুর এলাকার গাঙ্গুলিবাগানের ১ নম্বর বিবি ক্যানেলে হচ্ছে। এই দুই পাম্পিং স্টেশন তৈরির জন্য প্রায় দেড়শো কোটি টাকা খরচ হবে। এই অর্থ অনুমোদনের জন্য রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের দ্বারস্থ হবে কলকাতা পুরসভা।
মূলত, একটি নতুন পাম্পিং স্টেশন ও আর একটি পাম্পিং স্টেশনের সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ। গাঙ্গুলিবাগানের কাছে ১ নম্বর বিবি ক্যানেলে নতুন পাম্পিং স্টেশন তৈরি করা হবে এবং মার্কাস স্কোয়ারে বর্তমানে যে ছোট পাম্পিং স্টেশন রয়েছে, সেটির সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মার্কাস স্কোয়ারে পাম্পিং স্টেশনের সম্প্রসারণে সেখানে চারটি বড় এবং চারটি ছোট পাম্প বসানো হবে। এর আনুমানিক খরচ ৫০ কোটি টাকা।
মার্কাস স্কোয়ারে পাম্পিং স্টেশনের সম্প্রসারণের ফলে সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, ঠনঠনিয়া-সহ মধ্য কলকাতার একাধিক রাস্তায় জমা জলের সমস্যা অনেকটাই কমবে বলে দাবি কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকদের।
অন্যদিকে, গাঙ্গুলিবাগানের কাছে ১ নম্বর বিবি ক্যানেলে নতুন পাম্পিং স্টেশন তৈরির প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এলাকা পরিদর্শন করেছেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের একটি দল।
এই পাম্পিং স্টেশন চালু হলে যাদবপুরের বিস্তীর্ণ এলাকা, ঢাকুরিয়া, বাঘাযতীন, গাঙ্গুলিবাগান, বিজয়গড়-সহ একাধিক রাস্তায় জমা জলের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
—প্রতীকী ছবি।
১ নম্বর বিবি ক্যানেলের নতুন পাম্পিং স্টেশন প্রকল্পে সময় এবং অর্থ— দু’টোই বেশি লাগবে বলে অনুমান কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্তাদের। নিকাশি নালা পরিষ্কার করতেই অনেকটা সময় আর টাকা খরচ হবে। এর জন্য অন্তত ৬০ কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে।
—প্রতীকী ছবি।