Advertisement

কলকাতা

SLST : চাকরির দাবিতে হবু শিক্ষক-পুলিশ ধস্তাধস্তি, রণক্ষেত্র সল্টলেক

অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 09 Aug 2021,
  • Updated 5:14 PM IST
  • 1/7

ফের পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি। এবার নিয়োগের দাবিতে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন SLST পাশ চাকরি প্রার্থীরা। যাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে সল্টলেকের সেন্ট্রাল পার্ক চত্বর। 

  • 2/7

বিক্ষুব্ধরা জানিয়েছেন তাঁরা চাকরির দাবিতে ১৮৭ দিন ধরে এই এলাকায় অবস্থান বিক্ষোভ করছেন। সোমবারও তাঁরা আসেন বিক্ষোভস্থলে। কিন্তু, পুলিশ বিনা প্ররোচনায় তাঁদের সেখান থেকে মারতে মারতে উঠিয়ে দেয়।

  • 3/7

চাকরি প্রার্থীদের দাবি, সেই ২০১৬ সালে তাঁরা SLST (State Level Selection Test) পাশ করেছেন। অথচ তারপর এতগুলো বছর কেটে গেলেও এখনও তাঁদের নিয়োগ করা হয়নি। তাঁদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতিতে জড়িত। সেই কারণে তাঁদের চাকরি দেওয়া হচ্ছে না। 

  • 4/7

চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, গত ৫ অগাস্টও রাত্রিবেলা তাঁদের উপর পুলিশ বলপ্রয়োগ করে ও তাঁদের বিক্ষোভ তুলে দেয়। বিক্ষুব্ধদের দাবি, তাঁদের কাছে প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ অত্যাচার করে যাচ্ছে। 

  • 5/7

সোমবার পুলিশের সঙ্গে বিক্ষোভদের হাতাহাতি এই পর্যায়ে পৌঁছয় যে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা অনেককেই আটক করে বিধাননগর থানায় নিয়ে যান। 

  • 6/7

সারিউদ্দিন নামের এক চাকরিপ্রার্থী বলেন, 'আমরা আজ বিক্ষোভ দেখাতে আসিনি। বিক্ষোভস্থলে বসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এসেছিলাম। কিন্তু, বিনা প্ররোচনায় পুলিশ আমাদের উপর আক্রমণ করে। মারধর করা হয়। তাহলে কি আমরা আমাদের দাবির কথা জানাতে পারব না?

  • 7/7

প্রসঙ্গত, এর আগে এই চাকরিপ্রার্থীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন। সেদিন পুলিশের আশ্বাসে তাঁরা বিক্ষোভ তুলে নিয়েছিলেন। 
 

Advertisement
Advertisement