Advertisement

কলকাতা

Kolkata Traffic Update: মহরমের জেরে কলকাতায় একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ, কোন রাস্তা বন্ধ-কোনটি ওয়ানওয়ে?

Aajtak Bangla
  • 09 Aug 2022,
  • Updated 11:13 AM IST
  • 1/8

আজ, ৯ অগাস্ট দেশজুড়ে মহরম (Muharram 2022) পালিত হচ্ছে। ইসলামিক ক্যালেন্ডারে (Islamic Calendar) এটি হল প্রথম মাস। তাই আজ থেকে ইসলামিক ক্যালেন্ডারে নতুন বছরের সূচনা হিসাবে ধরা হয়।

  • 2/8

কলকাতা সহ রাজ্যের সর্বোত্র আজ মহরম পালিত হচ্ছে (Muharram 2022)। মহরমের শোভাযাত্রায় আজ শহরের একাধিক রাস্তায় প্রবল যানজটের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সেই মতো ট্রাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনাও করে ফেলছে কলকাতা পুলিশ।

  • 3/8

শহরের বেশ কিছু এলাকায় যানজট নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে। শহরের একাধিক রুটের যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কলকাতা ট্রাফিক পুলিশের এই সংক্রান্ত আপডেট...

  • 4/8

সকাল ৯টা ৫০ মিনিটের আপডেট: পোদ্দার কোর্ট ক্রসিং থেকে রবিন্দ্র সরণী উত্তর বাউন্ড বন্ধ। পাগায়া পাত্তি এমজি রোড থেকে বন্ধ। ব্র্যাবোর্ন রোড ফ্লাইওভার ইস্টার্ন ফ্ল্যাঙ্ক ট্রাফিক আপাতত বন্ধ।

  • 5/8

সকাল ৯টা ২৩ মিনিটের আপডেট: নিউ আলিপুর আইল্যান্ড থেকে টলিগুঞ্জ ফাড়ি দিকে টিসি রোড যানজটের জন্য বন্ধ। টলিগুঞ্জ ফাড়ির দিকে এসপি মুখার্জি রোড / সাউদার্ন এভিনিউ ক্রসিং থেকে এসপি মুখার্জি রোড থেকে যানজটের জন্য বন্ধ।

  • 6/8

মহাবীরতলার দিকে বিএল সাহা রোড/ক্যানাল রোড ক্রসিং থেকে যান চলাচল বন্ধ। রামনগর ক্রসিং থেকে মেটিয়াবুরুজ থানার দিকে জিআর রোডে যান চলাচল বন্ধ।

  • 7/8

সকাল ৯টা ২৩ মিনিটের আপডেট: রামনগর ক্রসিং এর দিকে জিআর রোড আকড়া রোড/রেলওয়ে লাইন রোড ক্রসিং থেকে যান চলাচল বন্ধ। রাশবিহারী ক্রসিং ডিপিএস রোড থেকে ট্র্যাফিক বন্ধ/ আনওয়ার শাহ রোড ক্রসিং।

  • 8/8

প্রিন্স আনওয়ার শাহ রোড টাওয়ার ডিপিএস রোড লেক গার্ডেন ফ্লাইভার/প্রিন্স আনওয়ার শাহ রোড ক্রসিং থেকে বন্ধ।

এই সংক্রান্ত আরও আপডেট পেতে নজর রাখুন: কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজ-এ।
 

Advertisement
Advertisement