উড়িষ্যা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের উপর অবস্থিত নিম্নচাপ (Low Pessure) ঘনীভূত হয়ে ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিমে সরছে।
এটি ধীরে ধীরে আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মঙ্গলবার এমনটাই জানালো আবহাওয়া দফতর।
আজ নিম্নচাপের তীব্রতা বজায় থাকবে। তবে আগামিকাল, ছত্তীশগড় ও সংলগ্ন এলাকায় দুর্বল হয়ে যাবে নিম্নচাপ।
আরও পড়ুন - ১১ মাস পর বড় পরিবর্তন ঘটছে সূর্যের, সাবধানে থাকার সতর্কবার্তা একটি রাশির জাতকদের
নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাংলাতেও। আবহাওয়া দফতর জানাচ্ছে, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে।
আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। আগামী পড়শু ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
এছাড়া আজ ও আগামিকাল দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পাশাপাশি কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ১১ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ওপরে লাল সতর্কতা জারি করা হয়েছে।