Advertisement

কলকাতা

Weather West Bengal : শীতের মধ্যেই লাগাতার বৃষ্টি রাজ্যের ৬ জেলায়, কতদিন চলবে ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2023,
  • Updated 5:07 PM IST
  • 1/8

আজ বুধবার রাত থেকে বৃষ্টি (West Bengal Rain) হবে রাজ্যের একাধিক জেলায়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (West Bengal Weather)। বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ সন্ধে থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

  • 2/8

বৃষ্টি হবে মোট ছয়টি জেলায়। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৫ ও উত্তরবঙ্গের ১ টি জেলা। সেই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা,  দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি হবে। 

  • 3/8

তবে হাওয়া অফিস এও জানিয়েছে ওই জেলাগুলিতে দফায় দফায় হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

  • 4/8

দার্জিলিংয়ের ক্ষেত্রে বৃষ্টি চলতে পারে আগামী ৪৮ ঘণ্টা। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

  • 5/8

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন সমস্ত জায়গায় শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। দিনের এবং রাতের তাপমাত্রায় ২১ তারিখ পর্যন্ত তেমন কোনও পরিবর্তন দেখা দেবে না।

  • 6/8

তবে  ২২ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ ঠান্ডা কমতে থাকবে। বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে ২২ জানুয়ারির পর বাড়বে তাপমাত্রা। ফলে শীত আবারও কমবে, বাড়বে গরম ।  

  • 7/8

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গেও কুয়াশা থাকবে।

  • 8/8

কলকাতার তাপমাত্রাতেও তেমন কোনও পরিবর্তন আসবে না।  সর্বোচ্চ  তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।  কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

Advertisement
Advertisement