Advertisement

কলকাতা

West Bengal DA: ঠিক কত শতাংশ বকেয়া DA এখনই দিতে হবে রাজ্যকে? বাকিটা কবে মিলবে? সব তথ্য

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2025,
  • Updated 2:22 PM IST
  • 1/10

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের দাবি অবশেষে কিছুটা স্বীকৃতি পেল দেশের শীর্ষ আদালতে। শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল— রাজ্য সরকারকে অন্তত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা (ডিএ) চার সপ্তাহের মধ্যে কর্মচারীদের দিতে হবে। আদালতের এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আন্দোলনরত কর্মীরা।
 

  • 2/10

গত কয়েক বছর ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আইনি লড়াই চলছে। বহুবার তারিখ পিছিয়েছে, কিন্তু শুক্রবার অবশেষে মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় করোল ও মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, আপাতত অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ কর্মীদের হাতে পৌঁছে দিতে হবে। বাকি টাকা নিয়ে চূড়ান্ত শুনানি হবে আগামী অগাস্ট মাসে।
 

  • 3/10

আদালতের প্রথম মন্তব্য ছিল— রাজ্য সরকার যেন ৫০ শতাংশ বকেয়া মিটিয়ে দেয়। কিন্তু রাজ্যের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, এত টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। এতে রাজ্যের আর্থিক কাঠামো ভেঙে পড়বে। সেই যুক্তি শুনে আদালত আপাতত অর্ধেক না দিয়ে এক চতুর্থাংশ দেওয়ার নির্দেশ দেয়।
 

  • 4/10

এই নির্দেশের পরেই আন্দোলনরত কর্মীরা বলেন, এটা তাঁদের দাবির ন্যায্যতা প্রমাণ করল। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'আমরা অনেক দিন ধরেই বলে আসছি, ডিএ কোনও অনুদান নয়, এটা আমাদের প্রাপ্য। সুপ্রিম কোর্ট এবার সেটাই বলল।'
 

  • 5/10

অন্য এক আন্দোলনকারী কর্মী বলেন, 'আমরা অনেক দিন ধরে রাস্তায়। অবশেষে ন্যায় মিলল। আশা করছি, অগস্টে সম্পূর্ণ বকেয়া ডিএ-র রায়ও আমাদের পক্ষে যাবে।'
 

  • 6/10

বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পান। অন্যদিকে কেন্দ্রীয় কর্মচারীরা পান ৫৫ শতাংশ। মানে, এখনও ৩৭ শতাংশ-র ফারাক থেকে যাচ্ছে। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করেছিলেন ৪ শতাংশ ডিএ বাড়ানোর, যা ১ এপ্রিল থেকে কার্যকর হয়।
 

  • 7/10

শীর্ষ আদালতের রায়ের পর সাংবাদিকরা প্রশ্ন করায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'আমরা এখনও অর্ডার হাতে পাইনি। আদেশ পাওয়ার পর সরকারিভাবে প্রতিক্রিয়া জানানো হবে।'
 

  • 8/10

এই মামলাটি প্রথম ২০২২ সালের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টে ওঠে। তারপর ১৮ বার শুনানি পিছিয়েছে। অবশেষে শুক্রবার মামলাটি ওঠে এবং অন্তর্বর্তী এই গুরুত্বপূর্ণ রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত।
 

  • 9/10

কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়ার দাবিতে হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২ সালের মে মাসে হাই কোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই রাজ্য সুপ্রিম কোর্টে যায়। আজকের রায় সেই মামলারই একটি বড় পর্যায়।
 

  • 10/10

এই রায় রাজ্য সরকারের কাছে চাপের কারণ হলেও আন্দোলনকারী কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় জয়। এখন নজর অগাস্টের চূড়ান্ত শুনানির দিকে।
 

Advertisement
Advertisement