নতুন বছরের শুরুতেই বাড়বে ঠান্ডার দাপট। এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকবে।
পশ্চিমী ঝঞ্জা আর নেই। আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিষ্কার থাকবে।
তাই রাতের তাপমাত্রা আগামী চার দিন ধীরে ধীরে কমবে। আরেকটি পশ্চিমী ঝঞ্জা আবার আসতে চলেছে আগামী ৪ তারিখ। সেটা আসছে উত্তর পশ্চিম ভারতে।
দুই বাংলাতেই আগামী দু দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।
পশ্চিমী ঝঞ্জা চলে যাওয়ার কারণে যে জলীয় বাষ্প রয়ে গেছে তার ফলেই এই কুয়াশার প্রভাব থাকবে।
জাঁকিয়ে শীত এখনও পড়ার সম্ভাবনা নেই। আগামীকাল কলকাতার তাপমাত্রা ১৫ আসে পাশে থাকবে। জেলাতে আরেকটু কম।