আজ চলতি মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলায় জেলায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমেছে।
আগামী ৩ দিন রাজ্যে শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা ৮ ডিগ্রি নেমেছে। আগামী কয়েকদিন শীতের এই স্পেল বজায় থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, বাধা ছাড়াই উত্তুরে হওয়া বইছে, আর সেই কারণে চড়চড় করে নামছে তাপমাত্রা। জলীয় বাষ্প কম থাকায় শীতল শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমানের পানাগড় ছিল শীতলতম জায়গা। সকাল সেখানকার তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলেও নেমেছে পারদ। সেখানে সকালে তাপমাত্রা ছিল ১১.৯।
পুরুলিয়াতেও তাপমাত্রা নামে। সকালে তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়ায়। তাপমাত্রা নেমেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলেও। সেখানে সকালে তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদমে তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি। হাওড়ার উলুবেড়িয়ায় সকালে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি।
উত্তরবঙ্গে দার্জিলিঙের তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি শহরের তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে তাপমাত্রা নেমেছিল যথাক্রমে ১৪.২, ১৩.৩, ১১.৮, ১৩, ১৪.৮, ১৪.৪, ১৪, ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে শুক্রবার ভোর থেকেই প্রায় গড় তাপমাত্রা ২ ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছে সব জায়গাতেই। কনকনে ঠান্ডায় সকাল থেকেই জবুথবু উত্তরের সব জেলাই। সকাল থেকেই কুয়াশায় ঢাকা ছিল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কোচবিহার। দুই দিনাজপুর ও মালদাতেও একই ছবি। দার্জিলিং এবং কালিম্পঙের উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন।