আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির আভাস থাকছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত হাল্কা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ৫ তারিখও ভারী বৃষ্টিপাত হবে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তুলনামূলক ভাবে কমবে।
তাপমাত্রার আপাতত খুব একটা পরিবর্তন হবে না। এমনই তাপমাত্রা আগামী কয়েকদিন ধরে বজায় থাকবে।
২ দিন পরে আবার তাপমাত্রা কিছুটা হলেও কমবে। তবে জাঁকিয়ে ঠান্ডার আমেজ এখনই আর ফিরছে না।
৫ তারিখ সরস্বতী পুজো ফলে এদিন বৃষ্টি ঘিরে বাড়ছিল দুশ্চিন্তা। কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টির দাপট অনেকটাই কমবে।
মূলত পশ্চিমী ঝঞ্জার প্রবেশের জেরেই এই বৃষ্টিপাত। এর জেরে গত কয়েকদিন ধরে ঠান্ডার দাপট কমেছে।
রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা এখন বেড়ে হয়েছে ১৯ ডিগ্রি। ফলে শীতের দাপট অনেকটাই কমেছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২-৩ দিন পরে কিছুটা হলেও তাপমাত্রা নামবে। তবে জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা এখনই নেই।