Weather Update: গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে জারি হয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২১ তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
শুক্রবারও দক্ষিণবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
তীব্র ভ্যাপসা গরমের জেরে ক্রমেই অস্বস্তি বাড়ছিল দক্ষিণবঙ্গে। বুধবারে বৃষ্টির পর থেকে কিছুটা হলেও মিলেছে স্বস্তি।
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে পাকাপাকি ভাবে প্রবেশ করতে পারে বর্ষা। এমনটাই মনে করছে হাওয়া অফিস
যদিও দক্ষিণবঙ্গে বর্ষা অনেক দেরিতে প্রবেশ করছে। অপরদিকে উত্তরবঙ্গে সময়ের মধ্যেই প্রবেশ করেছিল মৌসুমি বায়ু
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ওই জেলাগুলিতে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে।