আগামী কয়েকদিন পারদ আরও নিম্নমুখী হতে পারে। এমনটাই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। (সব ছবি প্রতীকী)
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি নিম্নমুখী হতে পারে।
বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনাই নেই। আকাশ পরিষ্কারই থাকবে আগামী কয়েকদিন।
উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। তবে ৩-৪ দিন পরে তাপমাত্রা কমতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ভোরের দিকে হাল্কা শীতের আমেজ অনুভূত হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে ঠান্ডা আসতে আরও বেশ কয়েকদিন সময় লাগতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে ঠান্ডা আসতে আরও বেশ কয়েকদিন সময় লাগতে পারে।
উত্তুরে হাওয়ার প্রভাব বাড়লে রাজ্যে ঠান্ডা বাড়ে। সেই হতে আরও সময় লাগবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির আশেপাশেই থাকবে।
তবে ৪-৫ দিন পরে আবহাওয়া আরও কমতে পারে। পারদ তখন কিছুটা নিম্নমুখী হতে পারে।