কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার। তারপরেই শুরু হয় প্রবল বৃষ্টি। (সব ছবি-পিটিআই)
জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই অক্ষরেখা মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার পর বারানসি ও পাটনা হয়ে শান্তিনিকেতন ও ডায়মন্ড হারবার এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এই জলীয় বাষ্প তৈরি করছে বজ্রগর্ভ মেঘ। যার প্রভাবে শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বিগত কয়েকদিনে তুমুল বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। ফলে জলমগ্ন হয়ে প্রবল ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে।