Advertisement

ইউটিলিটি

Work Pods: নিউটাউনে খুলছে Work Pod; মাত্র ৩০ টাকায় পান এসি, Wify-সহ নিজস্ব অফিস কেবিন!

সুদীপ দে
  • 06 Aug 2021,
  • Updated 2:24 PM IST
  • 1/8

করোনা মহামারী, লকডাউন— সব মিলিয়ে গত দেড় বছরে বদলে দিয়েছে অনেক কিছু। বদলে গিয়েছে কাজের ধরন। ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সঙ্গে পরিচিত হয়েছেন অসংখ্য চাকুরিজীবী।

 

—প্রতীকী ছবি।

  • 2/8

কিন্তু বাড়ি থেকে অফিসের সমস্ত কাজ একই ভাবে করা সম্ভব নয়। ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ বাইরে বেরনোর ঝুঁকি না থাকলেও বাড়িতে বসে নিশ্চিন্তে কাজ করার পরিবেশ থাকে না অনেক সময়।

 

—প্রতীকী ছবি।

  • 3/8

কিন্তু তাই বলে অফিসে একসঙ্গে বসে কাজ করার ঝুঁকিও নেওয়া যায় না। এই সমস্যার সমাধানের নতুন ঠিকানা Work Pod।

  • 4/8

কী এই Work Pod? ছোট ছোট কেবিনের মতো ঘর। এক জনের নিশ্চিন্তে বসে কাজ করার জন্য প্রায় সব কিছুই রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রীত ঘরে মিলবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর Wify ইন্টারনেট পরিষেবা।

  • 5/8

এর সঙ্গেই থাকছে বুক শেল্ফ, ফটোকপির মেশিনের মতো জরুরি আয়োজন। এই ঘর ভাড়ায় পাওয়া যাবে। ন্যূনতম ৯০ মিনিটের জন্য এমন ব্যক্তিগত কেবিনের মতো ঘর পাওয়া যাবে মাত্র ৩০ টাকায়!

 

—প্রতীকী ছবি।

  • 6/8

অবিশ্বাস্য মনে হলেও এমনই ব্যবস্থা করেছে নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। নিউটাউন অ্যাকশন এরিয়া ১-এ দু’টি এবং অ্যাকশন এরিয়া ২-এ একটি Work Pod বানানো হয়েছে।

 

—প্রতীকী ছবি।

  • 7/8

এই তিনটি Work Pod ওই এলাকাগুলির বাসস্থান সংলগ্ন চত্তরেই তৈরি করা হয়েছে। প্রতিটি Work Pod-এ ২০ জনের বসার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ, তিনটি Work Pod মিলিয়ে মোট ৬০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে।

 

—প্রতীকী ছবি।

  • 8/8

প্রাথমিক ভাবে, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই Work Pod খোলা রাখার কথা ভাবা হয়েছে। সূত্রের খবর, এ মাসের মধ্যেই এগুলি উদ্বোধন হওয়ার কথা।

 

—প্রতীকী ছবি।

Advertisement
Advertisement