থেমেছে বৃষ্টি, নামতে শুরু করেছে তারমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আজ মঙ্গলবার শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি কম।
পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
তবে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার সকালের চেয়ে কিছুটা নামলেও এদিন আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী কয়েক দিন উত্তর (North Bengal) ও দক্ষিণ (South Bengal), দুই বঙ্গেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী কয়েক দিন উত্তর (North Bengal) ও দক্ষিণ (South Bengal), দুই বঙ্গেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে আজ থেকেই দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ। রাতের দিকে তাপমাত্রাও নামতে পারে ২-৩ ডিগ্রি।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, তামিলনাড়ু উপকূলে যে নিম্নচাপ ছিল তার প্রভাব কমছে। এর ফলে এরফলে একদিকে যেমন উত্তর-পশ্চিম বায়ুর প্রভাব বাড়বে অন্যদিকে তেমনই কমবে জলীয় বাষ্পর প্রভাব।
গত ২-৩ দিন মেঘলা আবহওয়া থাকার জন্য দিনের তাপমাত্রা যেভাবে কমে গিয়েছিল, সেটা আবারও একটু বাড়বে। তবে জাঁকিয়ে শীত কবে তা অবশ্য এখনও স্পষ্ট করে বলেনি আবহাওয়া দফতর।