Advertisement

পশ্চিমবঙ্গ

School Reopen In West Bengal : খুলল স্কুল, কী ভাবে মানা হচ্ছে COVID বিধি?

প্রসেনজিৎ সাহা
  • কলকাতা,
  • 16 Nov 2021,
  • Updated 8:57 AM IST
  • 1/7

করোনা পরিস্থিতিতে দীর্ঘ বেশকিছু মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার স্কুল খুলল রাজ্যে। সেই মতো সকাল থেকেই বিভিন্ন স্কুলের সামনে দেখা গেল ছাত্রছাত্রী ও পড়ুয়াদের। কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউ বেশকিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই স্কুলগুলিকে পুনরায় খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

  • 2/7

তবে আপাতত কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে। পাশাপাশি মেনে চলতে হবে করোনার সমস্ত স্বাস্থ্যবিধি। এছাড়া স্কুলের সামনে যাবতীয় ভিড় এড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।

  • 3/7

আবাসিক স্কুলের ছাত্রাছাত্রীদের জন্য হস্টেল খোলার অনুমতি দেওয়া হলেও সেখানে মেনে চলতে হবে সমস্ত রকমের কোভিড বিধি। 

  • 4/7

পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব, পরতে হবে মাস্ক। প্রয়োজনে একই ক্লাসের পড়ুয়াদের দুই বা তিনটি শ্রেণিকক্ষে বসিয়ে পঠনপাঠন চালাতে হবে। 

  • 5/7

বিদ্যালয়ে আলাদা আইসোলেশান রুম থাকলে আরও ভাল হয়। তাছাড়া কারও জ্বর সর্দি বা কাশি থাকলে তাকে অন্তত পক্ষে ৭ দিন স্কুলে না আসার নির্দেশ নোটিশ বোর্ডে ঝোলাতে হবে। (প্রতীকী ছবি)

  • 6/7

পড়ুয়াদের স্কুলে ঢোকার সময় পরীক্ষা করতে হবে শরীরের তাপমাত্রা। হাত স্যানিটাইজ করে তবেই ঢুকতে হবে ক্লাসে। প্রার্থনা সঙ্গীতেও একসঙ্গে অংশগ্রহণ করা চলবে না। তাছাড়া টিবিনের সময় ভাগাভাগি করে খাওয়া যাবে না জল ও খাবার। ক্লাস শুরুর আগে ১০ মিনিট দিতে হবে করোনা সচেতনতা পাঠ। (প্রতীকী ছবি)

  • 7/7

প্রশাসনের তরফে যে সমস্ত বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে, এদিন বিভিন্ন স্কুলে সেগুলি পালন করার ছবি উঠে এল। পড়ুয়াদের স্কুলে ঢোকার সময় যেমন পরীক্ষা করা হল শরীরের তাপমাত্রা, তেমনই প্রত্যেকের মুখে দেখা গেল মাস্কও। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement