Weather Update : আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। নিম্নচাপ মায়ানমারে ঢুকে যেতেই পূর্বালি হাওয়ায় ভর করে জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে।
জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে আগামী কয়েকদিন ভ্যাপসা গরম আরও বাড়বে।
আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতাতেও রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে।
তাপমাত্রা স্বাভাবিক এর ওপরেই থাকবে আগামী কয়েকদিন। জলীয়বাষ্প বাড়ায় অস্বস্তি বাড়তে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংয়ে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতে।
পশ্চিমী ঝঞ্ঝা বইছে সিকিমের উপর দিয়ে এর সঙ্গে তৈরি রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত।