Advertisement

পশ্চিমবঙ্গ

Summer Rain Weather Forecast: প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2022,
  • Updated 3:31 PM IST
  • 1/10

মার্চের শুরু থেকেই  ব্যাটিং চলছে গরমের। এপ্রিল না পড়তেই তাপমাত্রার পারদ রীতিমতো ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের।

  • 2/10

 হাঁসফাঁস গরমের আবহ থেকে রেহাই দিতে বাংলায় কি স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে? 
 

  • 3/10

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। ফলে আবহাওয়া  দফতরের পূর্বাভাস রাজ্যের ১৫ টি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 4/10

নিম্নচাপ মায়ানমারে প্রবেশ করতেই পূবালি হাওয়ায় ভর করে রাজ্যে জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। তার জেরে আগামী ৪৮  ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে।

  • 5/10

হালকা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও।  আগামী ২৪ ঘন্টায় তিলোত্তমা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক বলছে হাওয়া অফিস। 
 

  • 6/10


জলীয়বাষ্প ঢোকার কারণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।
 

  • 7/10

দক্ষিণবঙ্গে  তাপমাত্রা স্বাভাবিকের  ওপরেই থাকবে আগামী কয়েকদিন। জলীয়বাষ্প বাড়ায় অস্বস্তি বাড়তে পারে।

  • 8/10

এদিকে উত্তরবঙ্গে  আগামী ৪৮  ঘণ্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলায়। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতেও। 

  • 9/10

আগামী চার পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে সিকিমেও। সিকিমের উপর দিয়ে যাচ্ছে  পশ্চিমী ঝঞ্ঝা , তার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত।  এর জেরেই পাহাড়ে বৃষ্টিপাত হবে।

  • 10/10

দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে, যেমন অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিমে আগামী পাঁচ দিন বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement