Weather Update: আকাশ মেঘলা থাকলেও আপাতত ভারী বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে জেলাগুলিতে।
সোমবারও বেশ কিছু জেলায় ছিল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কিন্তু মঙ্গলবার আপাতত নতুন করে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আকাল থাকলেও উত্তরবঙ্গে এখনও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গের ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আগামী ৫ তারিখ পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চলতি বর্ষার মরসুমে উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে।
উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে এখনও তেমন বৃষ্টিপাত হয়নি। মাঝে ২ দিন ভারী বৃষ্টিপাত হলেও এখন নতুন করে কোনও পূর্বাভাস জারি হয়নি ভারী বৃষ্টিপাতের।
দক্ষিণবঙ্গের বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেড়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। তাপমাত্রা অনেকটাই বেড়েছে শেষ কয়েকদিনে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে বৃষ্টি না হাওয়ায় চাষাবাদে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে গুমোট গরমেও বেড়ে চলেছে অস্বস্তি।