Weather Prediction: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টিপাত। এদিন দুপুর ১টা নাগাদ কলকাতা -সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়।
প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাতে বিপাকে পড়েন পথচারীরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্ত বৃষ্টির আভাস ছিল দক্ষিণবঙ্গে। কিন্তু বেলা গড়াতেই শুরু হয় প্রবল বৃষ্টিপাত।
সকাল থেকেই এ দিন মেঘলা আকাশ ছিল দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তিও।
গুমোট গরম শেষ কিছুদিনে অস্বস্তি বাড়ছিল দক্ষিণবঙ্গে। অবশেষে বৃষ্টিতে মিলেছে স্বস্তি।
উত্তরবঙ্গে আগামী ৫ তারিখ পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
চলতি বর্ষার মরসুমে উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে।
উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে এখনও তেমন বৃষ্টিপাত হয়নি।
তবে মঙ্গলবারের বৃষ্টি অনেকটাই স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে।