Weather Update: রাজ্যের ফের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। আর এর জেরে তাপমাত্রা বেড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এমনই জানাচ্ছেন কলকাতার আলিপুরেরে আবহাওয়া দফতরের আধিকারিকেরা।
তাঁরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার জন্য দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে আগামী দুই তাপমাত্রা অনেকটা বাড়বে।
শুধু তাই না, কলকাতার রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে।
কতদিন থাকবে এই ঝক্কি? এ ব্যাপারে তাঁরা জানাচ্ছেন, তবে আশা করা যাচ্ছে এই নিম্নচাপের প্রভাব বুধবার থেকে অনেকটা কমে যাবে। ফলে তাপমাত্রা কমতে শুরু করবে।
আবার উত্তর-পশ্চিম দিকে হাওয়ার প্রভাব বাড়বে। তাপমাত্রা আরও নীচে নেমে যাবে। সেই সময় কলকাতার তাপমাত্রা আবারও ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে।
এবার জেনে নেওয়া যাক বৃষ্টির ব্যাপারে তাঁরা কী বলছেন। মঙ্গলবার উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। আবহাওয়াবিদদের অনুমান, দক্ষিণবঙ্গে খুব সামান্য দুই মেদিনীপুর, ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টি হতে পারে।
আজ, রবিবার কলকাতার আবহওয়া কেমন থাকতে পারে জেনে নিই। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কাল, সোমবারও কলকাতার আকাশ পরিষ্কার থাকতে পারে।
তবে মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলার আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাত, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার আবহাওয়া থাকবে শুষ্ক প্রকৃতির।
এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের ছবি। সেখানে আজ, রবিবার শুষ্ক আবহাওয়া থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং তা টানা কয়েকদিন চলতে পারে বলে মনে করা হচ্ছে। সব জেলায় বৃষ্টি হতে পারে।