Advertisement

ইউটিলিটি

India New Zealand T20 Match at Eden Gardens : খেলা দেখে ফেরার জন্য রাতে বিশেষ বাস-ট্রেন-মেট্রো

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2021,
  • Updated 1:44 PM IST
  • 1/15

India New Zealand T20 Match at Eden Gardens: সিরিজ জেতা তো আগেই হয়ে গিয়েছি। বলা যেতে পারে এটা কেবল নিয়ম রক্ষার ম্যাচ। এখন দেখার সেটা ৩-০ হয়, না ২-১। কথা হচ্ছে ভারত এবং নিউ জিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। রবিবার কলকাতায় রয়েছে ম্যাচ। 

  • 2/15

এটি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। ইডেনে খেলা হবে ভারত এবং নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ (India New Zealand T20 Match at Eden Gardens)। 

  • 3/15

খেলা দেখার পরে দর্শকেরা যাতে নিশ্চিন্তে নিজেদের বাড়ি ফিরতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে স্পেশাল বাস চালানো হবে।

  • 4/15

তেমনই রেল সিদ্ধান্ত নিয়েছে বিশেষ মেট্রো এবং লোকাল ট্রেন চালানো হবে। মনে করা হচ্ছে এর ফলে ক্রীড়াপ্রেমীদের বাড়ি ফিরতে সুবিধা হবে।

  • 5/15

এই ম্যাচের কথা ভেবেই নাইট কার্ফু শিথিল করা হয়েছে। রাজ্য সরকার রবিবার রাতে দু'ঘণ্টা শিথিল করে দিয়েছে নাইট কার্ফু।

  • 6/15

রাজ্য পরিববণ নিগম বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এসপ্ল্যানেড বাস ডিপো থেকে নাইট সার্ভিস সহ মোট ৩টি বিশেষ বাস চালানো হবে জানিয়েছে তারা। কলকাতা ও আশপাশের এলাকায় বিভিন্ন রুটে চালানো হবে বাস। 

  • 7/15

খেলা দেখার পরে বাড়ি যেতে মানুষের যাতে অসুবিধা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে ।এবং এই জন্য চারজন নোডাল অফিসারকেও এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড রাখা হচ্ছে। এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ নিয়ম। 

  • 8/15

বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে শিয়ালদা এবং হাওড়ায়। পূর্ব রেলের শিয়ালদা এবং হাওড়া ডিভিশন একজোড়া করে স্পেশাল ইএমইউ ট্রেন চালাবে।

  • 9/15

প্রিন্সেপ ঘাট-বারাসাত স্পেশাল রাত এগারোটায় প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে। অন্যদিকে বি-বা-দী বাগ-বারুইপুর স্পেশাল রাত ১০-৫০ মিনিটে বি-বা-দী বাগ থেকে ছাড়বে।

  • 10/15

হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া ডানকুনি) এবং হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) লোকাল ট্রেন দু'টি হাওড়া থেকে ছাড়বে রাত সাড়ে বারোটায়। এই ট্রেন দু'টি সব স্টেশনেই থামব বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। 

  • 11/15

একই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলও। তারা একজোড়া বিশেষ ট্রেন চালাবে। তবে কোনও টোকেন ইস্যু করা হবে না।

  • 12/15

যাঁরা মেট্রো করে বাড়ি ফিরতে চান, তাঁদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে।

  • 13/15

শুধুমাত্র এসপ্ল্যানেডে স্টেশন থেকে ওঠা যাবে। আর সব জায়গায় থামলেও অন্য কোন স্টেশন থেকে ওঠা যাবে না।

  • 14/15

রাত সাড়ে দশটার সময় এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন ছাড়বে। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ গ্রামে আরও একটি ট্রেন ছাড়বে। 

  • 15/15

প্রায় দু'বছর বাদেই ইডেনে ম্যাচ হচ্ছে। আর তা নিয়ে ফুটছে কলকাতা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মলম পড়ছে নিউ জিল্যান্ডের সঙ্গে সিরিজ জিতে।

Advertisement
Advertisement