Weather Update: বৃষ্টির মাঝেও ভাল খবর। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও হতে পারে। তবে তা খুবই সামান্য। তবে এর মাঝে ভাল কথাও শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
তারা জানাচ্ছে, রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন ধারে ধীরে কমতে পারে। আর তা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আাগমী ৩-৪ দিনে তা কমতে পারে।
আগামী দিন পাঁচেক দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই।
শুধুমাত্র আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কিছুটা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশ সামান্য বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি। বাদবাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে।
রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে আগামী ৩-৪ দিন।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার কোচবিহারে খুব হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ও রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।
আজ, মঙ্গলবার (২৩ নভেম্বর) কলকাতার আবহওয়া কেমন থাকতে পারে জেনে নিই। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
অন্যদিকে, সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকতে পারে।
মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে বলে আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলার আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।
উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাত, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার আবহাওয়া থাকবে শুষ্ক প্রকৃতির।
এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের ছবি। সেখানে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারে হালাকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে বলে জানাচ্ছে আবাহওয়া দফতর।