Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast:শুক্রবার থেকে তাপমাত্রা কমতে থাকবে, হাওয়া অফিসের পূর্বাভাস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 23 Nov 2021,
  • Updated 4:38 PM IST
  • 1/9


নিম্নচাপের জেরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। হয়েছেও তাই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৫ ডিগ্রি বেশি।
 

  • 2/9

তবে এবার তাপমাত্রা  ক্রমশ নিম্নমুখী হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

  • 3/9

হাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই।  তার ফলে আগামী ৫  দিন পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। 
 

  • 4/9

শুধুমাত্র মঙ্গলবার দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও খুব সামান্য পরিমানে। 

  • 5/9

আবহাওয়া দফতর বলছে,  দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আগামী ২-৩  দিনে ৩ থেকে ৪  ডিগ্রি কমে যাবে। 

  • 6/9

কলকাতার ক্ষেত্রে ২৬  তারিখ নাগাদ তাপমাত্রা ১৮ ডিগ্রির নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  
 

  • 7/9


উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে  দু -এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। 
 

  • 8/9

এদিকে আজ সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল  শহর কলকাতা। দৃশ্যমানতা কম ছিল ভোরের দিকে।  আবহমণ্ডলে প্রচুর জলীয় বাস্প ঢোকার ফলে এই পরিস্থিতি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল থেকে নামবে পারদ। 

  • 9/9


হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। এর ফলে সপ্তাহান্তে ফের একবার পূবালি হাওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প ঢুকবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement