Advertisement

কলকাতা

Weather Update : কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, কাল থেকে পারদ নামতে পারে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2021,
  • Updated 8:34 AM IST
  • 1/14

Weather Update: দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে তারপরও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকূটি তৈরি হয়েছিল। চলতি সপ্তাহের শেষ দিকে নামতে পারে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা এমনই জানিয়েছিল।

  • 2/14

সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা আছে বলে পূর্বাভাস তাঁদের। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকার কথা।

  • 3/14

আজ, শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা।

  • 4/14

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন আবাহওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।

  • 5/14

মঙ্গলবারের পর থেকে সেখানে বদল আসতে পারে। রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম হতে পারে।

  • 6/14

উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আগামী কয়েকদিন শুষ্ক প্রকৃতির আবহাওয়া থাকার সম্ভাবনা।

  • 7/14

এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সেখানেও আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকার কথা। 

  • 8/14

আগমী দিন চারেক তেমনই থাকার কথা। 

  • 9/14

কেমন থাকতে পারে কলকাতার আবহাওয়া, দেখে নেওয়া যাক। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০. ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

  • 10/14

তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 11/14

আজ, শুক্রবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস।

  • 12/14

রাজ্যে শীত কবে আসবে, তা নিয়ে অপেক্ষায় সবাই। কারণ এই মুহূর্তে রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।

  • 13/14

এবার বর্ষার ব্যাটিং একটি বেশিই লম্বা হয়েছে। সাধারণত যে সময় বর্ষা বিদায় নেয়, তার থেকে পর সেই পর্ব মিটেছে। পুজোর সময় তৈরি হয়েছিল বৃষ্টির আশঙ্কা। আর তা হয়েছেও।

  • 14/14

পুজোর বিভিন্ন দিনে কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি হয়েছিল। তবে প্রবল বৃষ্টি হয়নি। ফে বাঙালির প্রাণের উৎসব মাটি হয়ে যায়নি।

Advertisement
Advertisement