Advertisement

কলকাতা

Weather Update : মাঝে কমলেও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 09 Oct 2021,
  • Updated 4:11 PM IST
  • 1/14

Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই পুজোর সময় বৃষ্টি হবে কি হবে না, এটাই রাজ্যবাসীর কাছে সবথেকে বড় প্রশ্ন। 
 

  • 2/14

কারণ বৃষ্টি হলে আনন্দ মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই তাকিয়ে আকাশের দিকে। আবহাওয়াবিদরা কী জানাচ্ছেন, জেনে নিই।

  • 3/14

পশ্চিবঙ্গে আগামী ২ থেকে ৩ দিন ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে। তবে আন্দামান সাগরে একটি ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে আসবে। 

  • 4/14

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • 5/14

কাল, রবিবার থেকে সেটা আরও কমে যাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ১১-১২ অক্টোবর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে।

  • 6/14

কিন্তু নিম্নচাপের জন্য ১৩ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। ১৪ এবং ১৫ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

  • 7/14

এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের কী অবস্থা থাকতে পারে। বিশেষ করে পুজোর সময়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

  • 8/14

তারপর ১৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ১০ তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। 
 

  • 9/14

কলকাতায় ও তার পাশ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ১২ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার।  ১৩ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৪ এবং ১৫ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। 

  • 10/14

গরম আপাতত একই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

  • 11/14

বর্ষা বিভিন্ন জায়গা থেকে বিদায় নেওয়া শুরু করেছে। 

  • 12/14

এর আগে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, দেশে ৬ অক্টোবর বর্ষা বিদায় শুরু। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে। বাংলায় বর্ষা-বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ বছর তা কিছুটা পিছবে বলেই আশঙ্কা। আর তা যেন সত্যি হতে বসেছে। ফলে উৎসবের মুখে আশঙ্কা ঘিরে ধরেছে বাঙালিকে।

  • 13/14

গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ বৃষ্টি হয়েছে। আর এর জেরে সমস্যাও কম হয়নি।

  • 14/14

অনেক জায়গায় জল জমে গিয়েছে। অনেক জায়গায় এখনও জল নামেনি। বাইরের বাইরে বেরোতে পারছেন না অনেকে। সেই সব না হয় মেনে নেওয়া গেল। তবে উৎসবের সময় বৃষ্টি হলে সকলেরই মনখারাপ হয়ে যাবে।

Advertisement
Advertisement