নিম্নচাপের জেরে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হবে।
এদিন সকালে হুগলি, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি জেলাতে বৃষ্টি হয়। তবে তা পূর্বাভাস মতোই হালকা বৃষ্টিপাত হয়।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত এমন বৃষ্টিপাত চলবে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একলাফে ১৮ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। এখন সেটা বেড়েছে ২০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে
কিন্তু বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ুর দিকে সরে যাচ্ছে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে।
এর জেরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সোমবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কয়েকদিন আগেই রাতের দিকে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী ছিল। ফলে ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছিল।