Weather Update: ক্রমশ দুর্বল হয়েছে এবারের দক্ষিণবঙ্গের বর্ষা। তেমন বৃষ্টি তো হয়নি, তার উপরে কখনও রোদ-কখনও বৃদ্ধিতে নাকাল হচ্ছেন পথচারী থেকে সাধারণ মানুষ।
ওড়িশায় নিম্নচাপের প্রভাব থাকলেও বঙ্গে তেমন একটা এর প্রভাব থাকছে না। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেই সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
চলতি বর্ষার মরসুমে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত হয়নি। প্রচুর বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে।
শুক্রবার শহরের সর্বোচ্চ ৩২ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস
কবে ভালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে সেই বিষয়েও এখনও কিছু জানাতে পারেনি হাওয়া অফিস।
উত্তরবঙ্গে মাঝে কয়েকদিন বৃষ্টিপাত হয়নি। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৮ তারিখ থেকে কয়েকদিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
১৮ তারিখ থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আগামী ১৯ তারিখ উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।