Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে, দক্ষিণে কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2022,
  • Updated 6:55 AM IST
  • 1/8

এখনও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। প্রখর রোদের তাপ, আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে গরমে নাজেহাল উত্তরবঙ্গ। এর আগে ভারী বৃষ্টি, জলমগ্ন পরিস্থিতির পর এবার গরমের জেরে জেরবার গোটা উত্তরবঙ্গ। দিনের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়েছে।
 

  • 2/8

আজও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা এখনও নেই।
 

  • 3/8

রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
 

  • 4/8

ক্রমশ দুর্বল হয়েছে এবারের দক্ষিণবঙ্গের বর্ষা। ওড়িশায় নিম্নচাপের প্রভাব থাকলেও বঙ্গে তেমন একটা এর প্রভাব থাকছে না।
 

  • 5/8

দক্ষিণবঙ্গে বৃষ্টির -৪৫% ঘাটতি রয়েছে। ১৮ জুলাই, সোমবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
 

  • 6/8

সোমবার থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 
 

  • 7/8

মঙ্গল ও বুধবার আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 
 

  • 8/8

তবে আগামী ৩-৪ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 
 

Advertisement
Advertisement