Advertisement

কলকাতা

Weather West Bengal : বৃষ্টির পূর্বাভাস, জানুয়ারিতেই গরমে হাঁসফাঁস করবে রাজ্যবাসী?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2023,
  • Updated 9:16 PM IST
  • 1/10

রাজ্যে আবহাওয়ার বিরাট বদল। মাঝ জানুয়ারিতেই কার্যত উধাও শীত। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। যার জেরে গরম সহ্য করতে হচ্ছে। 

  • 2/10

এরইমধ্যে আবহাওয়া নিয়ে এল বড় আপডেট। আজ শনিবার গত একান্ন বছরে সবচেয়ে উষ্ণতম মকর সংক্রান্তি।  কলকাতার তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। এর আগে ২০০০ সালে ১৮.৮ ছিল। এবং ২০১৫ সালে ৪ জানুয়ারি ১৯. ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

  • 3/10

আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। উত্তুরে হাওয়া আটকে আছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে । আপাতত এই পরিস্থিতি বদলের সম্ভাবনা কম।  

  • 4/10

হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার কলকাতা-সহ উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  এই তালিকায় আছে মোট সাতটি জেলা।

  • 5/10

সেই জেলাগুলি হল, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও দার্জিলিং। তবে দার্জিলিংয়ে কাল অর্থাৎ রবিবার থেকেই বৃষ্টি হবে। সেই বৃষ্টি টানা চলবে কয়েকদিন। 

  • 6/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে সামান্য পারাপতন হবে। কলকাতায়  ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামবে পারদ। বুধবার আবার তা বেড়ে যাবে।

  • 7/10

 রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী ৫ দিন তাপমাত্রা খুব একটা কমবে না। সকালের দিকে রবি ও সোমবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর হাওড়া এবং কলকাতায় ঘন কুয়াশা থাকবে।

  • 8/10

হাওয়া অফিস আরও জানিয়েছে, আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। অন্ততঃ আগামী ৫ দিন একেবারেই নেই। যদি পারিপার্শ্বিক পরিস্থিতিতে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় নষ্ট হয়ে যায় তাহলে ১৯ বা ২০ তারিখের পর আর একটা ছোট শীতের স্পেল পাওয়ার সামান্য সম্ভাবনা। 

  • 9/10

কিন্তু, উচ্চচাপ বলয় সম্পূর্ণ নষ্ট না হলে বঙ্গে আর শীত ফিরতে না পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। 

  • 10/10

তবে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় শীতের আমেজ থেকে যাবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলের জেলার। 

Advertisement
Advertisement