Advertisement

কলকাতা

Cyclone Sitrang Update:ধেয়ে আসছে সিতরাং, এই জেলাগুলিতে ঝড়-অতিভারী বৃষ্টির সতর্কতা

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Oct 2022,
  • Updated 3:12 PM IST
  • 1/12

কালীপুজোর সময় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। রবিবার সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার। দেখা নেই সূর্যের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী ২৫ অক্টোবর সাত সকালেই ভূমি স্পর্শ করবে ঘূর্ণিঝড় সিতরাং। 

  • 2/12

হাওয়া অফিস জানিয়েছে,পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর আগামী ১২ ঘণ্টার মধ্যে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যার নাম সিতরাং।       

  • 3/12

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও উত্তর-পূর্বে দিকে অভিমুখ হবে ঘূর্ণিঝড় সিতরাংয়ের। তা পশ্চিমবঙ্গের দিকে আসছে না।

  • 4/12

২৫ অক্টোবর, মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি পৌঁছবে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্য দিয়ে বাংলাদেশে। বরিশালের কাছাকাছি এলাকা দিয়ে যাবে।      

  • 5/12

বাংলাদেশে ঘূর্ণিঝড়ের অভিমুখ হলেও ২৩ অক্টোবর, অর্থাৎ রবিবার থেকে এ বঙ্গে শুরু হবে বৃষ্টিপাত। সেই সঙ্গে ১০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের পূর্বাভাসও রয়েছে।    

  • 6/12

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ।

  • 7/12

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনী এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে  দুই ২৪ পরগনা ও নদিয়ায়। 
 

  • 8/12

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পশ্চিমবঙ্গের উপকূল ও দুই ২৪ পরগনায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
 

  • 9/12

সোমবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে  শুরুতে ঝোড়ো হাওয়ার গতি থাকবে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। পরে তা পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটারে। সর্বোচ্চ গতিবেগ ৯০ কিলোমিটার  প্রতি ঘণ্টায়। 

  • 10/12

মঙ্গলবার দুই ২৪ পরগনায় ঘণ্টায় সকালে বাড়বে হাওয়ার গতিবেগ। সকালে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। সর্বোচ্চ বেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। 
 

  • 11/12

ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা,হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

  • 12/12

মৎস্যজীবীদের উপকূলে যেতে বারণ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। সোম ও মঙ্গলবার বন্ধ করে দেওয়া হচ্ছে ফেরি পরিষেবা। 'ল্যান্ড ফলে'র সময় ৫ থেকে ৬ মিটার উঁচুতে উঠবে ঢেউ।  দিঘা, মন্দারমণি, শঙ্করপুরে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের।
 

Advertisement
Advertisement