গত ১৪ বছরের রেকর্ড ভেঙে দিল কলকাতার বৃষ্টি। গত ২ দিন একটানা বৃষ্টি হয়েছে শহরে। ২০০৭ সালে ১৭৪ মিমি বৃষ্টি হয়েছিল। কিন্তু, এবার তার পরিমাণ ২০০ মিমি।
এত বৃষ্টির জেরে বিপর্যস্ত নাগরিক পরিষেবা। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন। বিভিন্ন জায়গায় জল জমেছে। এরই মধ্যে খারাপ খবর হল আরও একদিন বৃষ্টি হতে পারে। যাতে চিন্তার ভাঁজ কপালে পড়েছে সাধারণ মানুষের।
কেন এত বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়? এই নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এর পিছনে একাধিক কারণ রয়েছে। তার মধ্যে একটি হল বাংলাদেশের প্রভাব। আসলে বাংলাদেশে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে কলকাতায়।
কলকাতায় গত ২ দিন লাগাতার বৃষ্টির অন্যতম কারণ হল দক্ষিণ বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়। যার প্রভাবে কলকাতায় বৃষ্টি হতে শুরু করে। ঘূর্ণিঝড়ের প্রভাব থাকার কারণে এত বৃষ্টি।
আলিপুর হাওয়া অফিসের ওই আধিকারিক আরও জানিয়েছেন, বাংলাদেশের ঘুর্ণিঝড়ের জেরে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আর তা দীর্ঘক্ষণ ধরে। ফলে নাগাড়ে বৃষ্টি চলতে থাকে।
ওই আধিকারিকের আরও দাবি, নিম্নচাপ এলাকাটি এখন দক্ষিণ-পশ্চিম কলকাতা এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশে চলে যাচ্ছে। আগামী দিনে ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্মুখীন হতে পারে এই জায়গাগুলি।
প্রসঙ্গত, টানা ২ দিন বৃষ্টির জেরে কলকাতা স্টেশন সংলগ্ন এলাকায় জল জমে। রেল ইয়ার্ডে জল জমে যাওয়ায় বেশ কয়েকটি দূর পাল্লার ট্রেনকে ঘুরিয়ে শিয়ালদা স্টেশনে আনা হয়।
উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। যাদবপুর, মুকুন্দপুর ছাড়াও জল জমে টালিগঞ্জ সার্কুলার রোড, তারাতলা-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়।