টানা ২ দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ অংশ। ব্যতিক্রম নয় কামারহাটিও। ওই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা জলমগ্ন। কোথাও কোথাও এক হাঁটু জল।
মঙ্গলবার সেই সব জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। এক হাঁটু জল পেরিয়ে তিনি যান একালাকার বাসিন্দাদের বাড়ি।
এলাকা পরিদর্শনের সময় স্থানীয়দের হাতে পানীয় জলের বোতলও তুলে দেন মদন মিত্র। এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন।
এলাকা পরিদর্শনের সময় স্থানীয়দের হাতে পানীয় জলের বোতলও তুলে দেন মদন মিত্র। এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন।
এদিন মদন মিত্রের সঙ্গে ছিলেন পৌরসভার আধিকারিকরাও। তাঁরাও পরিস্থিতি খতিয়ে দেখেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
মদন মিত্র বলেন, 'এই এলাকায় জলের সমস্যা অনেকদিনে। জল জমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর সরকার কোনওভাই দায়ী নয়। এই এলাকাটা আগে থেকেই নিচু।'
মদন মিত্র আরও বলেন, 'এই সমস্যার সমাধানের জন্য প্রায় ৩ মাস দরকার। কিন্তু, সেই ৩ মাস এলাকার মানুষ সমস্যায় পড়বেন। তাঁদের রুজিরুটি বন্ধ হয়ে যাবে। সেই কারণে এখনই কিছু করা সম্ভব নয়। '