Advertisement

কলকাতা

Rain Alert: ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস এই ৫ জেলায়, চলবে মঙ্গলবার পর্যন্ত

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jul 2022,
  • Updated 8:18 PM IST
  • 1/8

আচমকা দুপুরে আকাশ কালো।  বজ্রপাত। কলকাতা ও আশেপাশের শহরে নামল বৃষ্টি। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। 
 

  • 2/8

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা বহরমপুরের উপর দিয়ে ইম্ফল পর্যন্ত গিয়েছে। 

  • 3/8

ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জন্য প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার কয়েকটি জেলায়।

  • 4/8

রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার দু-এক জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। 

  • 5/8

দক্ষিণবঙ্গে আগামিকাল থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে ৪৮ ঘন্টা পর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 

  • 6/8

কলকাতায় মেঘলা আকাশ থাকবে। রবিবার বাড়তে পারে বৃষ্টি। তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।

  • 7/8

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

  • 8/8

ফলে দার্জিলিং ও কালিম্পঙে ভূমিধসের সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের নদীগুলির জলস্তরও বৃদ্ধি পাবে। 

Advertisement
Advertisement