Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার এই জেলাগুলিতে, ক'দিন চলবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2022,
  • Updated 6:55 AM IST
  • 1/8

আজ শনিবার ও কাল রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। 
 

  • 2/8

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 3/8

আবার একটি মৌসুমী অক্ষরেখা বহরমপুরের ওপর দিয়ে ইম্ফল পর্যন্ত গিয়েছে। 
 

  • 4/8

ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।
 

  • 5/8

রবিবার বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার দু-এক জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। 
 

  • 6/8

দক্ষিণবঙ্গে আজ থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে ৪৮ ঘণ্টা পর থেকে তা আবার কমতে শুরু করবে। 
 

  • 7/8

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 
 

  • 8/8

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement