Advertisement

কলকাতা

Bengal Kalbaishaki Forecast: আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস, সন্ধেয় কোন কোন জেলায় কালবৈশাখী?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 May 2022,
  • Updated 12:52 PM IST
  • 1/9

গ্রীষ্মের জ্বালা জুড়িয়েছে কালবৈশাখী। রবিবারও রাতের দিকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। আর তাতে এক ধাক্কায় অনেকটা নীচে নেমে গিয়েছে পারদ। ৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।

  • 2/9

সোমবারও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও।   

  • 3/9

তাপপ্রবাহের কড়াইয়ে সেদ্ধ হয়েছে পশ্চিমের জেলাগুলি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। সোমবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় কালবৈখাশীর পূর্বাভাস দেওয়া হয়েছে। 
 

  • 4/9

কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা। দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে ঝড়বৃষ্টি হতে পারে।

  • 5/9

এছাড়া দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদেও ঝড়ের সঙ্গে বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। 

  • 6/9

দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বইতে পারে ৫০-৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া। সেইসঙ্গে বজ্রপাত ও বৃষ্টি। সোমবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

  • 7/9

বৃষ্টিপাতের ফলে দিনের তাপমাত্রা কমে গিয়েছে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩ দিন তাপমাত্রার কোনও বদল হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।        
 

  • 8/9

আগামী ৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। 

  • 9/9

৫ মে-র পরও ঝড়বৃষ্টি পূর্বাভাস রয়েছে। তবে ঝড়ের গতিবেগ কমবে। কমতে পারে বৃষ্টিও।
 

Advertisement
Advertisement