গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আকাশের মেঘ-রোদের খেলা। এই চড়া রোদ, পরক্ষণেই মেঘ-বৃষ্টি। বর্ষা যে চলেছে এসেছে তা এখনও টের পাওয়া যায়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, জুন মাস থেকে দক্ষিণবঙ্গে ৫০ শতাংশ ঘাটতি।
আগামী দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিই চলবে।
তবে নতুন সপ্তাহের জন্য আশার আলো দেখিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। রবি ও সোমবার উপকূলীয় জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ।
রবি ও সোমবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বাড়বে বৃষ্টি। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে।
কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
নতুন সপ্তাহে বর্ষা সদয় হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ঘাটতি থাকবে না। স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তবে আগের ঘাটতি পূরণ এখনই হচ্ছে না।
তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না দুই বঙ্গে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেরও সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র কালিম্পং ও জলপাইগুড়িতে একটু বেশি বৃষ্টি হবে।
১ জুন থেকে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে ৫০ শতাংশ। উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত। জেলা ধরলে মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির ঘাটতি রয়েছে।