ED Raid Partha Chatterjee Arpita Mukherjee TMC: রাজ্যে বড় অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মমতা সরকারের এক মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ। অভিযানের পর যে সব ছবি বেরিয়েছে, তাতে ঘরের ভেতরে শুধু নোটই দেখা যাচ্ছে।
রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছে ইডি। এই অভিযানে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বাড়ির ছাদে ভুল করেও নয় এই জিনিসগুলো, দেবীলক্ষ্মী রুষ্ট হতে পারেন
আরও পড়ুন: পাকিস্তানের GDP-র থেকে বেশি সম্পদ রয়েছে এলআইসি-র, আসছে IPO
আরও পড়ুন: বাগানে মেহগনি লাগিয়ে কয়েক বছরে হয়ে যান কোটিপতি, জানুন কীভাবে
রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় ইডি এই পদক্ষেপ নিয়েছে। ইডি পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, মানিক ভট্টাচার্য এবং অন্যান্যদের বেশ কয়েকটি জায়গায় এবং বাড়িতে অভিযান চালিয়েছিল।
পার্থ চট্টোপাধ্যায় মমতা সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পাশাপাশি পরিষদীয় বিষয়ক, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি শিক্ষা দফতরের দায়িত্বে ছিলেন।
অভিযানে ইডি বেশ কিছু নথি, জাল কোম্পানির রেকর্ড, ইলেকট্রনিক ডিভাইস, বিদেশি মুদ্রা এবং সোনাও উদ্ধার করেছে। কলকাতা হাইকোর্ট সম্প্রতি শিক্ষা নিয়োগ কেলেঙ্কারির সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
অভিযানে ইডি শুধু নগদ নয়, ২০টি মোবাইল ফোনও উদ্ধার করেছে। নোট গুনতে ব্যাঙ্ক আধিকারিকদের সাহায্য নেয় ইডি।