বৃহস্পতিবার একুশে জুলাই। সেদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। স্বাভাবিকভাবেই আবহাওয়ার দিকে নজর থাকবে সবার।
একুশে জুলাই কেমন থাকবে আবহাওয়া ? আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর গণেশ কুমার দাস জানালেন, বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাল্কা ও মাঝারি। বৃষ্টি বেশিক্ষণ স্থায়িও থাকবে না। ৫ থেকে ১০ মিনিটের বেশি হবে না। গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া ওই রকমই থাকতে পারে।
গণেশ কুমার দাস আরও জানান, আমাদের রাজ্যে ৪৯ শতাংশ বৃ্ষ্টির ঘাটতি রয়েছে। দক্ষিণবঙ্গে সবথেকে বেশি ঘাটতি। কোচবিহার ও জলপাইগুড়ি বাদ দিয়ে সব জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে।
সব থেকে বেশি ঘাটতি বীরভূমে। এছাড়াও তালিকায় রয়েছে মালদা ও কলকাতা। বাকি সব জেলাতেই ঘাটতি রয়েছে।
তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
কারণ, পুরুলিয়া ও দিঘা হয়ে এখন উত্তর পশ্চিমে যাচ্ছে মৌসুমি অক্ষরেখা। তার জেরে আগামী ২ থেকে ৩ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
তবে চতুর্থ ও পঞ্চম দিনে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়তে পারে। সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ২৩ ও ২৪ তারিখ ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের ৫ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তারপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে।