Advertisement

কলকাতা

West Bengal Weather Update : বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি? পূর্বাভাস

Aajtak Bangla
  • 16 Jul 2022,
  • Updated 2:23 PM IST
  • 1/9

ভারী বৃষ্টির জন্য হাপিত্যেস করছে দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু, কবে থেকে ভারী বৃষ্টি হবে তা নিয়ে তেমন আশার কথা এতদিন শোনাতে পারেনি। 

  • 2/9

এদিন আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আবার মৌসুমী অক্ষরেখাও নিজস্ব অবস্থান থেকে একটু দক্ষিণে রয়েছে। 

  • 3/9

সেই কারণে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিন পর্যন্ত এইভাবেই চলবে। 

  • 4/9

অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে হাল্কা ও মাঝারি বৃষ্টি হচ্ছে সেভাবেই বৃষ্টি হবে। তবে উপকূলের জেলা যেমন দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় একটু ভারী বৃ্ষ্টি হতে পারে। 

  • 5/9

পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একই আবহাওয়া থাকবে মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি জেলাগুলিতেও।  

  • 6/9

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার কারণে ভারী বৃষ্টি হবে।

  • 7/9

১৮ তারিখের পর উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ২০ তারিখ পর্যন্ত তা চলতে পারে। তবে আজ ও কাল উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে।

  • 8/9

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গে সরাসরি সরাসরি সূর্যের আলো পড়ায় তাপমাত্রা এখন ৭ থেকে  ৮ ডিগ্রি বেড়ে গেছে। তবে ভারী বৃষ্টির পর সেই অবস্থার পরিবর্তন হবে

  • 9/9

আজ আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি ইতিমধ্যেই হয়েছে। তাপমাত্রা ২৭-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। 

Advertisement
Advertisement