ভারী বৃষ্টির জন্য হাপিত্যেস করছে দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু, কবে থেকে ভারী বৃষ্টি হবে তা নিয়ে তেমন আশার কথা এতদিন শোনাতে পারেনি।
এদিন আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আবার মৌসুমী অক্ষরেখাও নিজস্ব অবস্থান থেকে একটু দক্ষিণে রয়েছে।
সেই কারণে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিন পর্যন্ত এইভাবেই চলবে।
অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে হাল্কা ও মাঝারি বৃষ্টি হচ্ছে সেভাবেই বৃষ্টি হবে। তবে উপকূলের জেলা যেমন দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় একটু ভারী বৃ্ষ্টি হতে পারে।
পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একই আবহাওয়া থাকবে মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি জেলাগুলিতেও।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার কারণে ভারী বৃষ্টি হবে।
১৮ তারিখের পর উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ২০ তারিখ পর্যন্ত তা চলতে পারে। তবে আজ ও কাল উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গে সরাসরি সরাসরি সূর্যের আলো পড়ায় তাপমাত্রা এখন ৭ থেকে ৮ ডিগ্রি বেড়ে গেছে। তবে ভারী বৃষ্টির পর সেই অবস্থার পরিবর্তন হবে
আজ আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি ইতিমধ্যেই হয়েছে। তাপমাত্রা ২৭-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।