Advertisement

কলকাতা

West Bengal Weather Update South Bengal Rain : দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি কবে? বর্ষায় আবহাওয়া-বদলের ইঙ্গিত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2022,
  • Updated 5:59 PM IST
  • 1/9

দক্ষিণবঙ্গবাসীর জন্য দু:সংবাদ। বর্ষার মুরসুম। অথচ বৃষ্টির দেখা প্রায় নেই বললেও চলে। বৃষ্টি হলেও হচ্ছে সামান্যই। তাহলে কি এবারের বর্ষায় দক্ষিণবঙ্গ শুকনোয় থাকবে? 

  • 2/9

এর উত্তর মিলল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে। 

  • 3/9

হলেও তা সামান্য। তবে তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আগামী ৩ দিন। 

  • 4/9

দক্ষিণবঙ্গে কেন হবে না বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, এর কারণ হল এখনও পর্যন্ত কোনও নিম্নচাপ তৈরি হয়নি বঙ্গোপসাগরে। 

  • 5/9

প্রতিবার নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। তবে এবার তেমন কোনও লক্ষণ দেখা যায়নি। 

  • 6/9

হাওয়া অফিস আরও জানিয়েছে, এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি রয়েছে ৪০ শতাংশ। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে ৪৯ শতাংশ বেশি। 

  • 7/9

কলকাতাতেও রয়েছে বর্ষার ঘাটতি। যা হওয়ার কথা ছিল তার থেকে ৬৪ শতাংশ বৃষ্টি কম হয়েছে।  
তবে রাজস্থান থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। ওড়িশার উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও অতি সামান্য।

  • 8/9

মাঝারি বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আগামী ৪ থেকে ৫ দিনে নেই বললেই চলে। তবে উত্তরবঙ্গে আগামী ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

  • 9/9

উত্তরের প্রায় সব জেলাতেই চতুর্থ ও পঞ্চম দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।  সম্ভাবনা বিশেষ করে রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। 

Advertisement
Advertisement