Advertisement

কলকাতা

Bengal Monsoon Update : দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি, কতটা? জানিয়ে দিল হাওয়া অফিস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2022,
  • Updated 7:42 AM IST
  • 1/7

বর্ষার প্রবেশের পর উত্তরবঙ্গে (North Bengal) লাগাতার বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গ কার্যত শুকনোই। এই পরিস্থিতিতে বর্ষার একটানা বৃষ্টি কবে হবে তা নিয়ে রীতিমতো প্রশ্ন তৈরি হয়েছে দক্ষিণবঙ্গবাসীর মধ্যে।

  • 2/7

তবে আলিপুর আবহাওয়া দফতর কিন্তু এখনও আশার কথা শোনালো না। 

আরও পড়ুনবর্ষায় সুস্থ থাকতে কোন পোশাক ভুলেও গায়ে দেবে না?

  • 3/7

হাওয়া অফিস জানাচ্ছে আপাতত ৪-৫ দিন দক্ষিণবঙ্গে (South Bengal) প্রায় বৃষ্টি হবে না বললেই চলে। হলেও তা খুবই সামান্য। ফলে তপমাত্রারও তেমন কোনও হেরফের হবে না।

  • 4/7

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ রবিবার শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলাই থাকবে। সঙ্গে কয়েক জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। 

  • 5/7

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। পাশাপাশি একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। 

  • 6/7

তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একইভাবে চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী ৩ দিন ভালই বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। 

আরও পড়ুনপেঁয়াজ-গরুর দুধ-গোল মরিচ... চুল কালো করার ঘরোয়া ও চিরস্থায়ী উপায়

  • 7/7

হাওয়া অফিসের তথ্য বলছে, এবছর এখন পর্যন্ত ৪৯ শতাশ বেশি বৃষ্টি হয়েছে উত্তরে। সেখানে দক্ষিণে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪০ শতাংশ। একইভাবে কলকাতায় রয়েছে ৬৪ শতাংশ বৃষ্টির অভাব। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement