Advertisement

Women Molestation In Kolkata Hotel : কলকাতার পাঁচতারা হোটেলে মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্তরা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতাজুড়ে প্রতিবাদ চলছে। তারই মধ্যে কলকাতার পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির শিকার মহিলা। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, পাঁচতারা হোটেলের পার্টিতে ২ জন অপরিচিত লোক গায়ে হাত দেয় ওই মহিলার। 

women molested in kolkata
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Sep 2024,
  • अपडेटेड 3:29 PM IST
  • আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতাজুড়ে প্রতিবাদ চলছে
  • তারই মধ্যে কলকাতার পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির শিকার মহিলা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতাজুড়ে প্রতিবাদ চলছে। তারই মধ্যে কলকাতার পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির শিকার মহিলা। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, পাঁচতারা হোটেলের পার্টিতে ২ জন অপরিচিত লোক গায়ে হাত দেয় ওই মহিলার। 

ঘটনাটি মঙ্গলবার রাতে। রাত ১১টা ৫০ মিনিট নাগাদ এক তরুণী ও তাঁর বোনের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। যে দুজন গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা। তাঁর নাম অরুণ কুমার। তিনি প্রীতমপুরার বাসিন্দা। আর একজনের নাম রিঙ্কু গুপ্তা। তাঁর বাড়ি বউবাজার এলাকায়। প্রগতি ময়দান থানার পুলিশ এফআইআর করেছে। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, দিল্লির বাসিন্দা অরুণ কুমার কলকাতার ওই পাঁচতারা হোটেলে উঠেছিলেন। তিনিই কলকাতার বাসিন্দা রিঙ্কু গুপ্তাকে ডাকেন হোটেলে। তাঁরা দুজনেই ওই নাইট পার্টিতে যোগ দেন। সেখানেই শ্লীলতাহানির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

 জানা যাচ্ছে, তরুণী ও তাঁর বোন এক বন্ধুর জন্মদিনে সেই পাঁচতারা হোটেলে গিয়েছিলেন। সেখানে তাঁরা পার্টিতে যোগ দেন। আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত দুজন সেই পার্টিতে আসে এবং দুজনকে বিরক্ত করতে থাকেন। এমনকী তাঁদের শরীরে হাত দেন বলেও অভিযোগ। তখনই তরুণী আপত্তি জানান। তিনি অপমানিত বোধ করেন। হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তরুণীর দাবি, তাঁদের বাধা সত্ত্বেও ওই দুজন কাছে আসার চেষ্টা করতে থাকেন। অশ্লীল ভাবে ছোঁয়ার চেষ্টা করতে থাকেন। 

এদিকে সেই দুজনকে বারবার বলার পরও তাঁরা না শোনায় হোটেলের নিরাপত্তাকর্মীদের খবর দেওয়া হয়। প্রগতি ময়দান থানাতেও খবর যায়। পুলিশ আসে ঘটনাস্থলে। তাদের তরফে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। তাঁদের মধ্যে অরুণ কুমারের বয়স ৬০ বছর। অন্য জনের ৪৩। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। 

Advertisement

প্রসঙ্গত, আরজি কাণ্ড নিয়ে এখন দেশ উত্তাল। কলকাতার দিকে দিকে প্রতিবাদ হচ্ছে। ধর্ষণ বিরোধী বিলও পাশ হয়েছে বিধানসভায়। এদিকে আজ রাতে একাধিক কর্মসূচি রয়েছে শহরে। শহরে যখন এই রকম আন্দোলন চলছে তখন নতুন করে সামনে এল শ্লীলতাহানির অভিযোগ।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement