২ বছর পর তৃণমূল কংগ্রেসের প্রকাশ্যে শহিদ দিবস পালিত হবে কলকাতায়। মনে করা হচ্ছে, এবছর রেকর্ড ভিড় হবে ধর্মতলায়। রাজ্যের প্রায় সব প্রান্ত থেকেই তৃণমূল কর্মী-সমর্থকরা আসবেন।
সেই কারণে ইতিমধ্যেই ব্লুপ্রিন্ট ছকেছে কলকাতা পুলিশ। ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা। সেদিন শহরে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য কলকাতা পুলিশের তরফে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।
কোন রাস্তা ধরে কোন সময় গাড়ি চলবে তা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। জানানো হয়েছে, ২১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।
পুলিশ টুইটবার্তায় জানিয়েছে, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, ব্র্যাবোর্ন রোড, আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, বিবেকানন্দ রোডের একাংশে যান চলাচল বন্ধ থাকবে। যানবাহন চলবে ঘুরপথে। রাস্তা বন্ধ হবে এমন কোনও ঘোষণা করা হয়নি। তবে ওয়ান ওয়ে থাকবে।
পুলিশের আরও ঘোষণা, ওইদিন ভোর ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত সমস্ত রকমের পণ্যবাহী যানবাহন চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা জারি থাকবে।
পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথেড্রাল রোডের মাঝে এজেসি বোস রোড-সহ বেশিকিছু রাস্তায় গাড়ি পার্কিংয়ের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।