Advertisement

Haridevpur Shootout: হরিদেবপুরে মহিলাকে গুলি, সাতসকালে শ্যুটআউট, কেন?

সোমবার সকালেই কলকাতায় এক মহিলাকে লক্ষ্য করে গুলি। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনা কলকাতার হরিদেবপুর এলাকার।

হরিদেবপুরে মহিলার উপর গুলিহরিদেবপুরে মহিলার উপর গুলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 11:12 AM IST
  • সোমবার সকালেই কলকাতায় এক মহিলাকে লক্ষ্য করে গুলি
  • আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে
  • ঘটনা কলকাতার হরিদেবপুর এলাকার

সোমবার সকালেই কলকাতায় এক মহিলাকে লক্ষ্য করে গুলি। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনা কলকাতার হরিদেবপুর এলাকার।

কী জানা গিয়েছে?

সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটে গুলি চালানোর ঘটনা। দুই যুবক বাইকে করে এসে মহিলার উপর গুলি চালায়। গুলি চালানো হয় পিছন দিক থেকে। যার ফলে মহিলার পিঠে লাগে গুলি। তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যা দেখে দুষ্কৃতিরা চম্পট দেয়।

প্রথমে আক্রান্ত মহিলাকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। সেই কারণে তড়িঘড়ি তাঁকে আনা হয়েছে এসএসকেএম হাসপাতালে।

কে এই মহিলা?

এই মহিলার নাম মৌসুমি হালদার। তাঁর বয়স ৩৮। তিনি হরিদেবপুর এলাকারই বাসিন্দা বলে খবর। তাই স্থানীয় লোকেরাই ঘটনার পর তাঁকে উদ্ধার করে। পরিবারের লোকেরাও দ্রুত উপস্থিত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে হরিদেবপুর এলাকার কালীপদ মুখার্জী রোড দিয়ে যাচ্ছিলেন মহিলা। তখনই পিছন থেকে বাইকে চেপে আসে দুই যবক। তারা মহিলার উপর গুলি চালায়। গুলি লাগার পরই মাটিতে পড়ে যান মৌসুমি। তখন স্থানীয়রা এগিয়ে আসে। খবর যায় পরিবারের কাছে। স্থানীয়রা এবং পরিবারের লোকজন মিলেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

পিছনে কী কারণ?

শুরু হয়েছে তদন্ত। তবে এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও এর পিছনে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে বলেই তাদের মত।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলার পূর্ব পরিচিত এক যুবকই গুলি চালিয়েছে। সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে এই ঘটনার পিছনে। তবে এখনই এই নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বরং পুলিশ তদন্ত করছে। তারপরই সত্য সামনে আসবে।

তবে সপ্তাহের প্রথমদিনই কলকাতার বিজয়গড়ে এই ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনা। অনেকেই নিরাপত্তহীনতার দাবি তুলেছেন। যদিও পুলিশ বা প্রশাসন এই সব বিষয় নিয়ে মুখ খোলেনি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement