Advertisement

Bonny Sengupta Quits BJP: এবার BJP ছাড়লেন টলি অভিনেতা বনি সেনগুপ্তও

একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউডের অন্যতম পরিচিত মুখ বনি সেনগুপ্ত। যদিও বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এবং বান্ধবী কৌশানি দুজনেই নাম লিখিয়েছিলেন তৃণমূলে। এবার ভোট পরবর্তী বাংলায় ফের তারকা বিয়োগ বিজেপির। ভারতীয় জনতা পার্টি ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন বনি সেনগুপ্ত।

  BJP ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত BJP ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত
সূর্যাগ্নি রায়
  • কলকাতা,
  • 24 Jan 2022,
  • अपडेटेड 4:25 PM IST
  • ফের তারকা বিয়োগ
  • বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত
  • ট্যুইটারে সেকথা জানিয়েছেন অভিনেতা

একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউডের অন্যতম পরিচিত মুখ বনি সেনগুপ্ত। যদিও বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এবং বান্ধবী কৌশানি  দুজনেই নাম লিখিয়েছিলেন তৃণমূলে। এবার ভোট পরবর্তী বাংলায় ফের তারকা বিয়োগ বিজেপির। ভারতীয় জনতা পার্টি ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন বনি সেনগুপ্ত। এদিন বিকেলে ট্যুইটারে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন বনি।

 

একুশের ভোটের আগে বনির বিজেপিতে যোগদানে অনেকেই অবাক হয়েছিলেন। কারণ বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে ময়দানে নেমেছিলেন বান্ধবী  কৌশানি মুখোপাধ্যায়। প্রার্থী হয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের। বনির মা পিয়া সেনগুপ্তও তৃণমূলের নেত্রী। এই আবহে  তৃণমূল ঘনিষ্ঠ বনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি কিছুটা অসন্তোষ জাহির করেই পদ্মশিবিরে নাম লিখিয়েছিলেন। কিন্তু মাত্র ৮ মাসেই মোহভঙ্গ হল অভিনেতার।

আরও পড়ুন

 

 

ভোট পরবর্তী সময়ে তারকার সঙ্গে গেরুয়া শিবিরের তেমন যোগাযোগ ছিল না। জানা যাচ্ছে, মৌখিকভাবে নিজের সিদ্ধান্তের কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বনি। এবার ট্যুইটারে সেই ঘোষণাই করলেন বনি। এর আগে একাধিক তারকাকেও ভোট পরবর্তী সময়ে গেরুয়া শিবির ছাড়তে দেখা গেছে। এর আগে গত নভেম্বরে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। 

 

Read more!
Advertisement
Advertisement