Advertisement

Globe Cinema: পুজোর আগেই বড় খবর! বছর ২০ পরে বাংলা সিনেমা নিয়ে ফিরছে গ্লোব

Globe Cinema: এবার পুজোয় দর্শকদের জন্য একের পর এক সুখবর অপেক্ষা করে রয়েছে। বেশ কয়েক বছর ধরেই পুজোয় নতুন বাংলা ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কম নেই। সৃজিত থেকে রাজ, দেব থেকে প্রসেনজিৎ, পুজোয় প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি সিনেমা হলেও ভিড় বাড়ছে দর্শকদের।

২০ বছর পর খুলছে গ্লোব সিনেমা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2024,
  • अपडेटेड 10:22 AM IST
  • এবার পুজোয় দর্শকদের জন্য একের পর এক সুখবর অপেক্ষা করে রয়েছে।

এবার পুজোয় দর্শকদের জন্য একের পর এক সুখবর অপেক্ষা করে রয়েছে। বেশ কয়েক বছর ধরেই পুজোয় নতুন বাংলা ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কম নেই। সৃজিত থেকে রাজ, দেব থেকে প্রসেনজিৎ, পুজোয় প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি সিনেমা হলেও ভিড় বাড়ছে দর্শকদের। তবে বিগত কয়েক বছরে কলকাতায় বেশ কিছু হল বন্ধ হয়ে গিয়েছে। আর সেই আবহেই নতুন করে খুলছে গ্লোব সিনেমা হল। আর বাড়তি পাওনা হিসাবে থাকছে পুজোর তিন তিনটে ছবি, টেক্কা, বহুরূপী, শাস্ত্রী ২ দেখানো হবে এখানে। 

২০ বছর আগে এই গ্লোব সিনেমা হলে শেষবারের মতো সিনেমা দেখানো হয়েছিল। আর পুজোর আগেই  এসপ্ল্যানেডের গ্লোব সিনেমা খোলনলচে বদলে ফিরছে। রবিবার উদ্বোধন হবে গ্লোবের দুই পর্দার মাল্টিপ্লেক্সের। আর চমক হিসাবে থাকছেন টেক্কা ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা দেব। রবিবার প্রেক্ষাগৃহে দেব ও সৃজিত মুখোপাধ্যায় তাঁদের পুজোর ছবি ‘টেক্কা’র টিকিট বিক্রি করবেন। বাংলা ছবির পাশাপাশি থাকছে হিন্দি দুই ছবিও। সব মিলিয়ে নিউমার্কেট এলাকার নস্টালজিয়া গ্লোব ফিরতে চলেছে স্বমহিমায়। 

গ্লোব সিনেমার বর্তমান মালিক অজন্তা সিনেমার কর্ণধার শতদীপ সাহা। তিনি একেবারে আধুনিক মোড়কে মুড়ে গ্লোব সিনেমা হলকে দর্শকের সামনে পেশ করতে চলেছেন। উনিশ শতকের প্রেক্ষাগৃহটি সেই সময়ে যথেষ্ট আধুনিক ছিল। যেমন, প্রেক্ষাগৃহে তখন প্রধানত বিদেশি ছবির প্রাধান্য থাকত। তবে ২০২৪ সালেও গ্লোব সিনেমার সেই ঐতিহ্য বজায় রাখা হবে। এক সংবাদমাধ্যমকে শতদীপ জানিয়েছেন যে আরও বেশি আধুনিকতায় মুড়ে দেওয়া হয়েছে একে। থাকছে দুটি স্ক্রিন। পার্থক্য, শুধু ইংরেজি নয়, নানা ভাষার ছবি দেখানো হবে গ্লোবে। পুরোদস্তুর মাল্টিপ্লেক্সে পরিণত করা হয়েছে সিঙ্গল স্ক্রিনের গ্লোবকে।

জানা গিয়েছে, দুটি স্ক্রিনের একটিতে আসনের সংখ্যা ২৩৯টি এবং অন্যটিতে ১৯৭টি। পুরনো প্রেক্ষাগৃহের পর্দাটি ৭০ মিমি মাপের ছিল। সিনেমা হল আগের চেয়ে অনেক বড় তবে স্ক্রিনের আকার কমেছে। টিকিটের মূল্যও নাকি অন্যান্য প্রেক্ষাগৃহের তুলনায় কম। বহু পর্দার মাল্টিপ্লেক্সের যুগে বাংলায় সাবেক সিনেমাহলের সংখ্যা ক্রমেই কমছে। প্রসঙ্গত, ১৯২২ সালে জনসাধারণের বিনোদনের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গড়া হয়েছিল এই সিনেমা হল। সেই থেকে একের পর এক হাউজফুল সিনেমার আঁতুড়ঘর এটিই। ২০১৪ সালে মাল্টিপ্লেক্সের রমরমার শুরুয়াতের দিনগুলিতে হঠাৎ থমকে যায় গ্লোব। আর ২০ বছর পর সেই পুরনো স্মৃতিকেই নতুনভাবে নিয়ে পুজোর আগেই হাজির হচ্ছে গ্লোব সিনেমা হল।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement