Advertisement

Senior Doctors Mass Resignation At NBMC: উত্তরবঙ্গ মেডিক্যালেও ডাক্তারদের গণ-ইস্তফা, আন্দোলনের আঁচ দ্রুত ছড়াচ্ছে

Senior Doctors Mass Resignation: আরজি করকাণ্ডের প্রতিবাদের ঝাঁজ ক্রমেই বাড়ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে এবার গণইস্তফার পথে হাঁটতে পারেন কলকাতা মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হলে গণইস্তফা দেবেন তাঁরা। মঙ্গলবার আরজি করের বেশ কয়েক জন সিনিয়র ডাক্তার গণইস্তফা দিয়েছেন। 

উত্তরবঙ্গ মেডিক্যালেও ডাক্তারদের গণ-ইস্তফা, আন্দোলনের আঁচ দ্রুত ছড়াচ্ছেউত্তরবঙ্গ মেডিক্যালেও ডাক্তারদের গণ-ইস্তফা, আন্দোলনের আঁচ দ্রুত ছড়াচ্ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2024,
  • अपडेटेड 1:22 PM IST

Senior Doctors Mass Resignation At NBMC: আরজি করকাণ্ডের প্রতিবাদ আরও তীব্র হচ্ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে গণইস্তফার পথে হাঁটা শুরু করেছেন একের পর এক মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও। কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছেন। দাবি পূরণ না হলে গণইস্তফা দেবেন তাঁরা। মঙ্গলবার আরজি করের বেশ কয়েক জন সিনিয়র ডাক্তার গণইস্তফা দিয়েছেন। নবান্ন জরুরিভিত্তিতে সমস্যা সমাধানে বৈঠক ডেকেছেন। এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও ইস্তফা দেওয়া শুরু করেছেন।

দাবি পূরণ না হওয়ায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক মঙ্গলবার গণ-ইস্তফা দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে তারা জানিয়েছেন, আন্দোলনকারীদের সমস্ত দাবি পূরণে সরকার যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পুজোর মধ্যে সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফার এই সিদ্ধান্তে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ১০ দফা দাবিতে ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিতসকদের আমরণ অনশন কর্মসূচি প্রায় ৭০ ঘন্টা হতে চলল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাতজন প্রতিনিধি অনশন করছেন। এর জেরে একাধিক চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর। আজ প্রতীকী অনশন করছেন রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীরাও । জুনিয়র চিকিতসকদের সমর্থনে আজ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস- এর তরফেও প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে। প্রতিদিন এই কর্মসূচী চলবে। আজ JPD-র  আটজন সিনিয়র চিকিৎসক প্রতীকী অনশনে সামিল হয়েছে। বহু সাধারণ মানুষ আজ প্রতীকী অনশনে বসেছেন।

আরও পড়ুন

অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনের ৭২ ঘন্টা পার হয়ে গিয়েছে। বৃষ্টির জেরে মঞ্চ বদল করে এবার অধ্যক্ষের চেম্বারের বাইরে চলছে অনশন। এদিন সকাল থেকেই গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের। 

অন্যদিকে গণ ইস্তফার জেরে জরুরি বৈঠকে মেডিক্যাল প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে বৈঠক। গণ ইস্তফা দিয়ে চিকিৎসকদের দাবি, হাজিরা খাতায় সই করব না। কাজ করে যাব। ছাত্রদের দাবিতে সম্মতি জানিয়ে ইস্তফা দিলাম। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement